প্রকাশিত: Wed, Dec 20, 2023 6:55 PM
আপডেট: Mon, May 12, 2025 9:26 AM

[১]সরিষাবাড়ীতে যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর): [] মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, নারী অধিকার প্রতিষ্ঠা, সাম্প্রদায?িকতা, অপপ্রচার, মাদক ইভটিজিং, যৌতুক বাল্য বিবাহ প্রতিরোধে নারী সমাবেশ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

[] বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদ মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 [] পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, জামালপুর তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ  জালাল উদ্দীন, ইউপি সচিব রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন মনো, ইউপি সদস্য লাল মিয়া, মহিলা ইউপি সদস্য আসমাউল হোসনা শাহনাজ পারভীন, নূরী বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সুধিজন।

[] নারী সমাবেশে পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক নারী অংশ গ্রহণ করে। এসময় বক্তারা বাল্য বিবাহ, যৌতুক, মাদক ইভটিজিং নিয়ে বিভিন্ন আলোচনা করেন।